সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

টাঙ্গাইল লিড নিউজ সখিপুর

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এলাকাভিত্তিক সকল শ্রেণিপেশার মানুষকে এর আওতায় আনা, সুষ্ঠু ও সফলভাবে এর বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, দেশের সর্বস্তরের জনগণকে সুবিধা দিতে এই পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। আমি আশা রাখি ভবিষ্যতে সাধারণ মানুষ সর্বজনীন পেনশন স্কিমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমূুখ।
বক্তারা সরকারের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমকে স্বাগত জানান এবং সুফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

১৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *