বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে এম এম আলী কলেজ চ্যাম্পিয়ন

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

ক্রীড়া প্রতিবেদক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ ফুটবল টুর্নামেন্টে সরকারী মাওলানা মোহাম্মদ আলী (এমএমআলী) কলেজ ৪-৩ গোলে সন্তোষের মাওলানা ভাসানী আর্দশ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৪দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের শেষ দিনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনালে সরকারী এম এম আলী কলেজের ছাত্রদের দারুণ অধিকতর নৈপুন্যের কাছে মাওলানা ভাসানী আর্দশ কলেজ পরাজিত হয়। সরকারী এম এম আলী কলেজের পক্ষে পারভেজ হ্যাট্রিকসহ ৩টি এবং অন্য গোলটি করেন প্রকাশ।
মাওলানা ভাসানী আদর্শ কলেজের পক্ষে মাসুম ২টি এবং প্রীতম ১টি গোল করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলী, সরকারী এম এম আলী কলেজের অধ্যক্ষ শহিদুজ্জামান, মাওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস আলী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ঝিলু।
জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজের তত্ত্বাবধানে আয়োজিত ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও ধারভাষ্যকার আলীম মিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা (৫টি) নির্বাচিত হয় সরকারী এম এম আলী কলেজের পারভেজ এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাওলানা ভাসানী আর্দশ কলেজের মাসুম।
উল্লেখ্য গত ২৯ জুন টাঙ্গাইল সদরের ১০টি কলেজের অংশগ্রহণে ২টি গ্রুপে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিলো। “ক” গ্রুপে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ, পাকুটিয়া পাবলিক উচ্চ মাধ্যমিক কলেজ কলেজ, শহীদ রওশন আলী খান কলেজ, সরকারী মাওলানা মোহাম্মদ আলী কলেজ ও লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ এবং “খ” গ্রুপে মেজর জেনারেল মাহমুদুল হাসান আর্দশ কলেজ, খন্দকার ফজলুল হক কলেজ, মাওলানা ভাসানী আদর্শ কলেজ, মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রী কলেজ ও সরকারি শামসুল হক কলেজ।

৬৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *