স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটো রিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন গোড়াই হাটুভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক প্রিন্স ও মীর রাবিব মির্জাপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, টাঙ্গাইল জেলা অটো টেম্পু, অটো রিকশা, সিএনজি শ্রমিক ইউনিয়ন গোড়াই হাটুভাঙ্গা শাখার সভাপতির দায়িত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের চাচাতো ভাই টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মঈন হোসেন রাজিব তার অনুসারীদের নিয়ে ওই শ্রমিক অফিস দখল করার পায়তারা করে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রায়ই বাকবিতন্ডা তর্কবিতর্ক হয়। এর জের ধরে রবিবার (৭ জুলাই) সকালে মীর মঈন হোসেন রাজিবের অনুসারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই শ্রমিক অফিসে প্রবেশ করে ভাঙচুর করে নগদ ৩০ হাজার টাকা লুট করে। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে মীর রাহিম তাদের থামাতে গিয়ে হামলার শিকার হয়। রাহিমের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫ জন দায়ের কোপে আহত হন।
আহতরা হলেন- স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর একান্ত সহকারী মীর আসিফ অনিকের ভাই মীর রাহিম, হাছিব রেজা (৩০), শাহরিয়ার খান অয়ন (২৫) এবং মীর মঈন হোসেন রাজিবের অনুসারী অভি সিদ্দিকী (৩৩), বাহার খান (৩০), নাজিম উদ্দিন (৩৫)। আহত ৫ জনকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।