মির্জাপুরে ব্যবসায়ী নেতা রেফাজ উদ্দিনের ইন্তেকাল

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর বাজারের ব্যবসায়ী নেতা দেওয়ান রেফাজ উদ্দিন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। সোমবার (৮ জুলাই) রাতে পৌর সদরের ইউনিয়ন পাড়ার নিজ বাসায় অসুস্থ্য হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাজা শেষে মির্জাপুর উপজেলা সদরের পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যতে ব্যবসায়ী মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার গ্রামের বাড়ি ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।
জানা গেছে, দেওয়ান রেফাজ উদ্দিন টাঙ্গাইল জেলা বিসিআইসি সার ডিলার মালিক সমিতির সহসভাপতি এবং মির্জাপুর উপজেলা বিসিআইসি সার ডিলার মালিক সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

৮২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *