মির্জাপুরে কোটা বিরোধী ও প্রতিরোধকারীদের মিছিল

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতার দুই ছেলের নেতৃত্বে কোটা বিরোধী মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে মিছিলটি সদরের কাঁচা বাজার এলাকা হেতে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় মিছিলটি শহরের প্রবেশের চেষ্টা করলে পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি প্রতিরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শরীফ শিকদারের দুই ছেলে পৌর ছাত্রদলের সদস্য আসিফ শিকদার ও নাফিস শিকদারের নেতৃত্বে অর্ধশতাধিক শিক্ষার্থী কোটা বিরোধী মিছিল বের করে। মিছিলটি নতুন বাসস্ট্যান্ড হয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি প্রতিরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করেন। আওয়ামী লীগ নেতার ছেলেদের নেতৃত্বে কোটা বিরোধী মিছিল বের হওয়ার খবরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শরীফ শিকদার বলেন, এই আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন। আমার ছেলেরা লেখাপড়া করছে। তারা লেখাপড়া করে একটি চাকরি পাবে এটাই স্বাভাবিক। অন্যভাবে দেখার সুযোগ নেই বলে তিনি জানান।
মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম মিয়া জানান, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরীফ শিকদারের দুই ছেলের নেতৃত্বে মির্জাপুরে কোটা বিরোধী মিছিল হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
টাঙ্গাইলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোন ঘটনা ঘটতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা মির্জাপুরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।

৭০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *