টাঙ্গাইলে ১০ মামলায় ১৪১জনকে গ্রেফতার করেছে পুলিশ

আইন আদালত টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্ববেশী দুস্কৃতিকারীরা গত বৃহস্পতি ও শুক্রবার (১৮ ও ১৯ জুলাই) দুই দিনে টাঙ্গাইল জেলায় ব্যাপক ধংস্বযজ্ঞ চালিয়েছে। এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। আর এসব মামলায় এ পর্যন্ত ১৪১জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
টাঙ্গাইলে ছদ্ববেশী দুস্কৃতিকারীরা ওই দুই দিনে আওয়ামী লীগ অফিস, পুলিশ বক্স, প্রধান ডাকঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারী-বেসরকারী অনেক স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, জাতীয় চার নেতার ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও তারা পুলিশ ও নিরীহ জনগনের উপরও হামলা চালায়। এ হামলায় ২৮জন পুলিশ সদস্যসহ অনেক সাধারণ জনগন আহত হন।
পরে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা হতে কারফিউ জারি করার পর থেকে টাঙ্গাইল জেলায় পরিবেশ পরিস্থিতি শান্ত হতে থাকে।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল নিউজবিডিকে জানান, জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সংহিসতার ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে। আর এসব মামলায় ১৪১জনকে গ্রেফতার করা হয়েছে। দুস্কৃতিকারীরা ৭টি যানবাহন ভাঙচুর ও তিনটি পুলিশ বক্সে আগুন দেয়া হয়েছে। এতে ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

১০৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *