টাঙ্গাইলে কারফিউ শিথিল করায় জনজীবনে কর্মচঞ্চলতা ফিরেছে

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলায় কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্ববেশী দুস্কৃতিকারীদের সহিংসতা দমন করতে গত শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা হতে জারী হওয়া কারফিউ বুধবার (২৪ জুলাই) সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা হতে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত টাঙ্গাইল জেলায় পুণরায় কারফিউ বলবৎ থাকবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ আদেশ জারী করেছেন।
এদিকে, বুধবার (২৪ জুলাই) সকাল ৭টা হতে কারফিউ শিথিল করায় জনজীবনে স্বাভাবিকতা ফিরে এসেছে। পাঁচ দিন পর সকলস্তরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। মানুষ ঘর থেকে বেড়িয়ে নিজ নিজ প্রয়োজনীয় কাজকর্মগুলো করতে পারছেন। সকাল থেকেই সকল প্রকার গণপরিবহন সড়ক মহাসড়কগুলোতে চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে যথারীতি। জনগন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে সরকারী নিদের্শনা অনুয়ায়ী সকাল ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলেছে।
কাউফিউ শিথিলের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহলে রয়েছে। গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও র‌্যাবও টহলে আছে। এদিকে কাউফিউ থাকাকালীন সময়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী টহল দিতে দেখা যায়।

৮৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *