
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলা পরিষদ হলরুমে মেলার উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
এ সময় দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, উপজেলা আইসিটি কর্মকর্তা নাইমা হক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেলদুয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মেলায় দেশীও বিভিন্ন মৌসুমী ফল প্রদর্শিত হয়।