স্টাফ রিপোর্টার।।
৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা পরে সেখান থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে গিয়ে মিছিল করেন। দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসেন তারা। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।
শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যেদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের হয়ে আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি।