
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে ভিউব্লিউবি উপকারভোগীদের মধ্যে যাচাই-বাচাই সম্পন্ন করা হয়েছে। বুধবার (২ জুলাই) দিনব্যাপী ইউনিয়ন পরিষদের যথাযথ প্রক্রিয়ায় কার্যক্রম করা হয়। ১৫৩ জন মহিলার বিপরীতে ৩১০ জন আবেদন করেন।
বাঘিল ইউপি প্রশাসক মেহেদী হাসান বলেন, সবনিম্ন বয়স ২০ থেকে সর্বোচ্চ বয়স ৫০ বছরের সুস্থ মহিলারা এ সুবিধা পাবেন। তারা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। সকাল ৯টা থেকেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কমিটির সদস্যরা যথাযথভাবে যাচাই-বাচাই করেছেন।
ভিউব্লিউবি উপকারভোগী যাচাই-বাচাই কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, সুশৃঙ্খলভাবে যাচাই বাচাই করা হয়েছে। এতে কোন অনিয়ম হয়নি। প্রকৃত অসহায় নারীরা কার্ড পাবেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামাউন কবীর বলেন, ভিউব্লিউবি উপকারভোগীদের মধ্যে কার্ড দেয়ার জন্য যাচাই-বাচাইয়ের নির্ধারিত তারিখ ছিলো। এ লক্ষ্যে ৩১০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে যাচাই বাচাই করে নির্ধারিত ১৫৩ জন উপকারভাগেী নারীকে কার্ড দেয়া হবে। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রতিমাসে ৩ কেজি চাল অথবা গম পাবেন তারা।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা খান মালা, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।