টাঙ্গাইলে শেখ হাসিনার বিচার দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে শেখ হাসিনার বিচারের দাবীতে জেলা বিএনপির আয়োজনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে শহরের পৌর উদ্যানে অবস্থান কর্মসূচি শুরু করে জেলা বিএনপি। চলে বিকেল পর্যন্ত। এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতারা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর উদ্যানে এসে সমবেত হয়। কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল’সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা যে সমস্ত ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ খুন করেছে সেই হত্যার বিচার করতে হবে। তারা আরও বলেন, ভারতে বসে যত বুদ্ধি পাকান কোন লাভ হবে না। যে কোন কিছুর বিনিময়ে আমরা তা প্রতিহত করবো। আপনারা প্রতিবেশি রাষ্ট্র হিসেবে আমাদের বন্ধু, প্রভু না কথাটা মনে রাখবেন। সাধারণ ছাত্রদের ধন্যবাদ জানাই যে এই অবৈধ হাসিনা সরকারকে হঠাতে আপনারা রাজপথে আপনাদের তাজা রক্ত ঢেলে দিয়ে তার পতন ঘটিয়েছেন।

৮৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *