ভূঞাপুরে ইভটিজিং যৌন হয়রানি প্রতিবাদে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইল ভূঞাপুর শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্রীদের ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে ইভটিজিং বিরোধী নানা শ্লোগানে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দাসী স্কুলরোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী সুরভী, মাইশা ও লামিয়াসহ অনেকে বলেন, বখাটেরা রাস্তায় দলবেঁধে আড্ডা এবং আসা-যাওয়ার পথে অশালীন কথাবার্তাসহ কু-প্রস্তাব দেয়। এদের যন্ত্রণায় আমরা এখন অতিষ্ঠ ও স্কুলেও আসতে অস্বস্তি লাগে। এসব বখাটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই ভয়-ভীতিসহ রাস্তায় গতিরোধ করে হুমকি প্রদর্শন করে। বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
এ সময় মানববন্ধন বক্তব্য রাখেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, বাবু সুবাস চন্দ্র পাল, হাবিবুর রহমান সংগ্রাম, শিক্ষার্থী সুরভী আক্তার, লামিয়া জান্নাত, নুসরাত ইমরোজ মাইশা, জিহাদ হাসান, মাহবুব হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় হাজারো শিক্ষার্থী অংশ নেওয়া ছাড়াও শিক্ষার্থীদের অভিভাববকরা উপস্থিত ছিলেন।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, বিদ্যালয়ের ছাত্রীরা আসা-যাওয়ার সময় বখাটের কাছে প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ আসে। এনিয়ে কেউ প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রশাসনের প্রতি আহ্বান- বখাটে ও ইভটিজিংকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করছি।

৭০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *