নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাঙ্গাইল নাগরপুর

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা সোমেশ আলীর (৭১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পুর্ণ হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ৯ টায় গোপিনাথপুর জামে মসজিদ মাঠে রাষ্টীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় স্বল্প আকুটিয়া কবরস্থানে দাফন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর উপস্থিতিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস টিম গার্ডঅব অনার প্রদান করেন।

এ সময় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, আব্দুস ছামাদ সিকদার, চান মিয়া, কুদরত উল্লাহ, নাজিম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সোমেশ আলী মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সহধর্মিণী, এক সন্তান, পুত্রবধু ও দুই নাতী সহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

২১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *