মির্জাপুরে চার পুত্র সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া আক্তার নামে এক গৃহবধু চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বৃৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কুমুদিনী হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে এই চার সন্তানের জন্ম দেন। সাদিয়া আক্তার দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের আল আমিনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে দেলদুয়ার উপজেলার রতনরী গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাদিয়া আক্তারের সাথে একই উপজেলার বর্ণী গ্রামের অটো রিক্সাচালক আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর এই গৃহবধূ প্রথম চার পুত্র সন্তানের জন্ম দেন। প্রসব জনিত কারণে গত (১৪ আগস্ট) সাদিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অস্ত্রপচারের মাধ্যমে বেলা ১২টা ২৬ মিনিটে দুইজন ও ১২টা ২৭ মিনিটে তাদের জন্ম হয়। কুমুদিনী হাসপাতালের অধ্যাপক ডাক্তার খন্দকার শাহনেওয়াজ ও সহযোগী অধ্যাপক ডাক্তার উম্মে সালমা গৃহবধুর অস্ত্রপচার করেন।
এদেরমধ্যে দুইজনকে এনআইসিইউতে এবং অন্য দুই শিশুকে মায়ের কাছে রাখা হয়েছে। এক শিশু কিছুটা দুর্বল বলে হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানিয়েছেন।
কুমুদিনী হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর অনিমেষ ভৌমিক লিটন জানান, সাদিয়া আক্তার ও তার চার পুত্র সন্তান ডাক্তার নিবির পর্যবেক্ষণে রেখেছেন।

 

 

৬৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *