সোহেল রানা, কালিহাতী ॥
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের সাফল্য ও উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ চামুরিয়া বাজারে আলোচনা সভায় ও সন্ধ্যায় দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শহিদুল মেম্বারের বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় সহদেবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান খান ফরিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদ, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, ভালো কাজের জন্য সকল বাঁধাকে টপকিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ একটি গর্বিত দেশ ও উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে। মেট্রোরেল ও পদ্মা সেতু উদ্বোধন দুটিই উন্নয়নের মাইলফলক। সফলভাবে করোনা মহামারি মোকাবিলা, শিক্ষা, যোগাযোগ অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, নারীশিক্ষা, চাকরিজীবীদের বেতন-ভাতা শতভাগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, বিনামূল্যে বই বিতরণ, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সামাজিক কর্মসূচির আওতায় পিছিয়ে থাকা জনগোষ্ঠী, অসহায়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান, আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সেক্টরের সামগ্রিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। দেশের স্বাধীনতা থেকে সার্বিক উন্নয়নের একমাত্র দাবীদার আওয়ামী লীগ। দেশের উন্নয়ন ও শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ারও আহবান জানান তিনি।
কালিহাতীতে সরকারের উন্নয়ন তুলে ধরে ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা
৩২৭ Views