কালিহাতী প্রতিনিধি ॥
একটি কোম্পানির মূল হলো তাদের ডিএসআর অফিসার।আর সেই ডিএসআর অফিসারদের সহ্য করতে হয় কোম্পানি এবং ডিলারের অত্যাচার। বিনিময়ে মাস শেষে অল্প পরিমান বেতন ছাড়া তারা আর কিছুই পায় না। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুরে বৃষ্টিতে ভিজে তাদের ডিউটি করতে হয়, রাষ্ট্রীয় ছুটি এবং নিজের প্রয়োজনে কোনো ছুটি দেয় না কোম্পানি। বিনা কারণে কিছু অসাধু ডিলারের কথায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএসআর চাকরীচ্যুত করে, এসব নানান বিষয়ের কারণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ডিএসআর কল্যাণ সমিতি গঠিত হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের কালিহাতী ডিএসআর কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমিতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ও লিটন তালুকদার এর সভাপত্বিতে অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এ সময় ডিএরআর কল্যাণ সমিতির উদ্দেশ্য করে বক্তব্য রাখেন টেরিটোরি সেলস ম্যানেজার (অলটাইম-১ টাঙ্গাইল) এর প্রতিনিধি আসলাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বিপ্লব, সেলিম রেজা স্বাধীন, শাখাওয়াত হোসেন, আনছার আলী, মাসুম মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কালিহাতী ডিএরআর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন। এছাড়াও অনুষ্ঠানে কালিহাতী উপজেলার ডিলারস, এসআর, ডিএসআর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।