সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে একটি বইয়ের দোকানে আগুন লাগার ঘটনায় সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত হারুন অর রশিদ (৪৫) ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের মৃত ওয়াদুদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে কালিহাতী সদরের হাজী বাদশা কমপ্লেক্সের তৌহিদ লাইব্রেরিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে হারুনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
তৌহিদ লাইব্রেরির সত্তাধিকারী জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে একজন আমাকে ফোন দিয়ে জানায় দোকানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ খবর পাওয়ার সাথে সাথে আমি বিদ্যুৎ অফিসসহ ফায়ার সার্ভিসকে জানাই পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ফায়ার সার্ভিস পৌছেছে। পরে দোকানের তালা খুলে দিলে ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়। তিনি আরও জানান, এ বিষয়ে কালিহাতী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পাশের দোকানের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দোষীকে গ্রেফতার করে।
এ বিষয়ে কালিহাতী থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিন্টু চন্দ্র ঘোষ জানান , ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামিকে সনাক্ত করে তাকে গ্রেফতার করিতে সক্ষম হই। পরে তাকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে । তিনি আরও জানান, এ ঘটনায় আসামী নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।