
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। এতে মনির সিকদার পলক আহবায়ক ও কামরান খান কামালকে সদস্য সচিব করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব ওয়াজেদ মৃধা স্বাক্ষরিত পত্রে তাদের কমিটির অনুমোদন দেয়া হয়।
৩১ সদস্য বিশিষ্ট জামুর্কী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে আশিকুর রহমান তুষার, যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, খন্দকার সাগর আলী, নিশাত মিয়া।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কমিটি অনুমোদনের কথা জানিয়েছেন মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা। তিনি বলেন, আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে নয় ওয়ার্ডের কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করবে।
এদিকে নবগঠিত কমিটির আহবায়ক মনির সিকদার পলক ও সদস্য সচিব কামরান খান জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম চলছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে সেই আন্দোলন সফল করতে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে যাবেন বলে জানান।