মির্জাপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ এই দেশের রাজা, আর জনগণ তাদের প্রজা। তারা যা বলবে তা শুনতে হবে। না শুনলেই তাদের ওপর চলে আসবে ওই রাজাদের মত চরম কঠিন শাস্তি। মামলা আর হয়রানি। এই ১৭ বছরে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন সহ্য করেছি। সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাতো এক ধরনের আর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের ধরণ ছিলো আরেক রকমের।
১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত নয়টায় মির্জাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি উপজেলা পরিষদ চত্ত¡রে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যে মামলা করা হয়েছে। আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। আওয়ামী লীগ বিদায় হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, এইভাবে বাংলাদেশের কোন সরকার পালায়নি। এরশাদ সৈরাচার ছিলো। সৈরাচার এরশাদও পালাইছিলো না। তার বিরুদ্ধে নয় বছর আওয়ামী লীগ ও বিএনপি একসাথে আন্দোলন করেছি। তারপরও এরশাদ পালায়নি। পালিয়ে গিয়ে বাংলাদেশে এক কলঙ্কজনক ইতিহাস রচনা করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পালানোর ভিডিও জনগণ দেখেছেন। ৫ মিনিট দেরি হলে কি দুর্ঘটনা ঘটতো।
তিনি বলেন, আওয়ামী লীগের মত খারাপ লোক বিএনপিতে নাই। বিএনপির নেতাকর্মীদের ভেতরে শান্তি এসেছে। আপনারা ঘরে শান্তিতে ঘুমাতে পারছেন। এখন আর ভয়ভীতি নাই। এখন অকি আওয়ামী লীগ দেখে ভয় পান? এখন আপনাদের দেখে তারা ভয় পাবে। আওয়ামী লীগের চাইতে ভালো কাজ করে আমরা জনগণের সাথে থাকতে চাই। জনগণের দুর্ভোগ হয় এমন কাজ বিএনপির নেতাকর্মীরা করবে না। গণতন্ত্রকে আওয়ামী লীগ কবর দিয়েছে।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সহসভাপতি জুলহাস মিয়া, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা হাবিব শিকদার, তারেক রেজা, সিয়াম আহমেদ, যুবদল নেতা ইবাদুল প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত।

 

৫৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *