
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মামুন মিয়া (৩৩) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সোমবার (১১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে এ দন্ডাদেশ দেন। মামুন মিয়া উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই সিকদার পাড়া এলাকার আসলাম মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন মাদক সেবনসহ গোড়াই সিকদারপাড়া এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। সোমবার (১১ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান সিকদার পাড়া এলাকা থেকে তাকে মাদক সেবনকালে হাতেনাতে ধরে ফেলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।