
স্টাফ রিপোর্টার ॥
সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষার’ এই স্লোগানে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সকল সরকারী অফিস ও সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ করেন।
সকালে উপজেলা মডেল মসজিদের পাশে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হিরা মিয়া, বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথী, উপজেলা পরিসংখ্যান শওকত আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়-ই-নুল হোসেন, বাসাইল পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া।
বাসাইল বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার নুরুল ইসলাম প্রমুখ।