
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিবাড়ী দিমুখা এলাকায় অবস্থিত শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ে ফুটবল চ্যাম্পিয়নশিপ লীগের উদ্বোধন করা হয়েছে। “নেশাকে না বলি, মাদক ছেড়ে খেলতে চলি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৬ আগস্ট) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এলজিইডির অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এস এম আব্দুল মান্নান তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রসুলপুর বাছিরণ নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার, মানিকগঞ্জ সাটুরিয়া থানার সাব-ইন্সপেক্টর নূর হোসেন ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ গৌতম বুদ্ধ পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। বিদ্যালয় কর্তৃক আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিদিন বিকেলে অনুষ্ঠিতব্য খেলাগুলো বিদ্যালয়ের মাঠে চলবে।
উদ্বোধনী দিনে খেলা উপভোগ করতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উদ্বোধনী খেলায় মাঠজুড়ে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা এবং দর্শকদের করতালিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।