
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’- এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পুকুরে মৎস্য অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ।
ভূঞাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রীমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান।
এতে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু, প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, শাহআলম প্রমানিক, এস আই নজরুল ইসলাম খসরু মিয়া প্রমুখ।