টাঙ্গাইল মাভাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ১৪ তলা একাডেমিক ভবনের সামনে ‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালিত হয়। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, সহকারী অধ্যাপক আরজু আহমেদ, প্রভাষক ড. আব্দুল কুদ্দুস ও রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

 

 

 

১০৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *