
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলে জুলাই-আগষ্ট এর গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ২ নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার (২২ আগষ্ট) সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, টাঙ্গাইল শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।