সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের সাফল্য ও অগ্রযাত্রা তুলে ধরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
সভায় গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, জেলা পরিষদের সদস্য আয়নাল হক, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কাইয়ুম বিপ্লব ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল নোমান। আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।