সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় সখীপুর তালতলা চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুল ইসলাম শিশিরের সঞ্চালনা ও মাইচবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারি শিক্ষক মুক্তি মালেক, শেখ সালমান হাবিব, মশিউর রহমান, আফরোজা আক্তার, শাহনাজ শারমিন, কামরুন্নাহার কেয়া, তানিম আহমেদ, মিতু আক্তার, নাজমুল তালুকদার প্রমুখ।
এ সময় বক্তারা বর্তমান বেতন গ্রেড ১৩ তম থেকে ১০ম গ্রেডে উন্নীতের দাবির পক্ষে বিভিন্ন যৌক্তকতা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, ১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার। আলোচনা সভা শেষে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সখীপুরে ১০ গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের র্যালি ও আলোচনা সভা
৫০ Views