
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মধুপর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে পৌরশহরের সাথী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। জনগনের হাটার জন্য ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও ফুটপাত থেকে ব্যবসায়িক মালামাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন জানান, কিছু দিন আগে মাইকিং এর মাধ্যমে প্রচারণা করা হয়েছিলো মধুপুর পৌরসভায় যেনো ফুটপাত দখল করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। কিন্তু মাইকিং এর সুফল পায়নি পৌরবাসীরা।
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পৌরবাসীরা।