
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত কূপ থেকে মনোয়ারা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দেউলাবাড়ি গ্রামের নিজ বাড়ির পাশের একটি কূপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, বৃদ্ধ নারীকে হত্যার পর পরিত্যক্ত কুপের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেওয়া (৭০) নামের ওই বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন গত (২৩ আগস্ট) রাত থেকে বন্ধ পায় স্বজনরা। পরদিন (২৪ আগস্ট) সকালে তাকে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে বৃদ্ধার ছেলে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত কূপের মধ্যে তার মার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, নিহত ওই নারী গত দুই দিন যাবৎ নিখোঁজ ছিল। সোমবার (২৫ আগস্ট) বিকেলে তার মরদেহ একটি পরিত্যাক্ত কূপের মধ্যে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।