
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জাহাঙ্গীর মন্ডল (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল থেকে তাদের গ্রেপ্তার করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের টিম। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সুজা মন্ডল (৩৫) এবং জামাল মন্ডল (৩০)। এদের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের গোপালপুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিকটিম জাহাঙ্গীর মন্ডল এবং আসামী সুজা মন্ডল (৩৫), জামাল মন্ডল (৩০) সহ এজাহার নামীয় অন্যান্য আসামীরা একই এলাকার বাসিন্দা। আসামীরা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার কাজে জড়িত থাকার কারনে বিভিন্ন সময়ে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী আসামীদের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী অভিযানে জাহাঙ্গীর মন্ডল তথ্য দিয়ে সহায়তা করেছে মর্মে ভিকটিমকে আসামীরা দোষারোপ করে এবং ভিকটিমের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকে।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের (১ জুলাই) রাতে জাহাঙ্গীর মন্ডল সোনাইমুড়ি বাজার হতে সিএনজি যোগে ভূঞাপুর যাওয়ার পথে হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় পৌছায়। এ সময় আসামীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের সিএনজির গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহাঙ্গীর মন্ডলকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত (৩ জুলাই) গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ টাঙ্গাইল এর দল আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১, উত্তরা ঢাকা এর সহায়তায় মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল ৩০০ ফিট রোডের ১ম যাত্রী ছাউনীর নিচ হতে আসামী সুজা মন্ডল ও জামাল মন্ডলকে গ্রেপ্তার করে।