
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুর্শাবেনু এলাকায় ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে অবৈধভাবে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম নৌ-পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং তীর ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে। এতে স্থানীয়ভাবে পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুর্শাবেনু এলাকায় ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় একজনকে ১ লাখ টাকা জরিমানা করে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে।