
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে ছাগল দিয়ে তালগাছ খাওয়ানোর প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারীসহ তিনজনকে আহত করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার সেলিম মিয়া শুক্রবার (৬ অক্টোবর) রাতে পাঁচজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) চড়পাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তালগাছ রোপন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশের বাড়ির সেলিম মিয়াসহ কয়েকজনকে তা দেখভালের দায়িত্ব দেয়া হয়। পুষ্টকামুরী গ্রামের ফজল মিয়ার ১০/১২টি ছাগল রয়েছে। প্রতিদিনের ন্যায় শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ফজল মিয়ার স্ত্রী খুকী বেগম ছাগল নিয়ে মহাসড়কের পাশে সেলিম মিয়ার বাড়ির সামনে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় ছাগলগুলো মহাসড়কের পাশে রোপনকৃত তালগাছের পাতা খাচ্ছিল। তা দেখে সেলিম মিয়া এগিয়ে গিয়ে ছাগল সরিয়ে নিতে বলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে খুকী বেগম গালিগালাজ করে বাড়ি চলে যান। এর কিছুক্ষণ পর খুকী বেগম তার স্বামী ফজল মিয়া, ছেলে বজলু মিয়া, তার ছেলে আবিদ ও মেহেদীকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সেলিম মিয়ার বাড়িতে হামলা চালায়।
এ সময় সেলিম, তার ছেলে শাকিব হাসানকে কুপিয়ে ও সেলিমের স্ত্রী পারভীন আক্তারকে পিটিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়। রাতে সেলিম মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম টাঙ্গাইল নিউজকে জানান, অভিযোগের তদন্ত করা হচ্ছে।