
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৬তম টিআরসি ব্যাচের ট্রেইনি রিক্রুট (কনস্টেবল) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আওলাদ হোসেন প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি এ কে এম আওলাদ হোসেন প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
এবার ৫৬তম টিআরসি ব্যাচের ট্রেইনি রিক্রুট (কনস্টেবল) এ মোট প্রশিক্ষনার্থী ছিলেন ৬২৩ জন।






