স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ জীবপ্রযুক্তির ক্ষেত্রে চাকুরীতে বৈষম্য নিরসন ও সংশ্লিষ্ট জাতীয় প্রতিষ্ঠান সমূহে বায়োটেক গ্রাজুয়েট নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম মহিউদ্দিন ও প্রফেসর ড. মাসুদার রহমান বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
৩৯ Views