স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের মতো টাঙ্গাইল জেলাতেও সনাতন ধর্মাবল্বীদের শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালীবাড়ী, শ্রীশ্রী ছোট কালীবাড়ী, রানী দীনমনি মহাশ্মশানসহ সকল উপজেলার মন্দির, শ্মশান, সনাতন ধর্মাবলম্বীদের বাসভবন, ব্যবসা-প্রতিষ্ঠানে জ্বালানো হয় মঙ্গল প্রদীপ। প্রদীপ জ্বালিয়ে স্বর্গীয় পিতা-মাতা ও স্বজনদের বিদেহীর আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও সকল অশুভ শক্তি থেকে মুক্তি পেতে বিশেষ প্রার্থনা করা হয়। মধ্য রাতে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী শ্যামা পুজা।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূরাণ মতে, কালী বা শ্যামা দেবী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে ‘শ্যামা’, ‘আদ্য মা’, ‘তারা মা’, ‘চামুন্ডি’, ‘ভদ্রকালী’, ‘দেবী মহামায়া’সহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজার দিন সনাতন ধর্মের অনুসারীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করেন, একে বলা হয় দীপাবলী।
শ্মশানে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়।