
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের হলরুমে বিদায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খানম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, টাঙ্গাইল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক ও সাংবাদিক মোজাম্মেল হক ও নাসির উদ্দিন খান।
পাঁচ বছর পড়াশোনার পর বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্কালে ৪২ জন ছাত্রছাত্রীর পক্ষে বিদায় অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন, ৫ম শ্রেনীর ছাত্রী আয়শা আক্তার।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেন, শারমিন, মনির হোসেন, চৌতালী, নিপা রায়, পারুল আক্তার ও ছাত্রছাত্রীদের ৩৬জন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।






