
মোমিনুল হক ॥
বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলের দোয়া মাহফিল করেছে জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর শহরের পুরাতন বাসস্ট্যান্ড শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু তালুকদারের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনেয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ টিটু, আব্দুল্লাহেল কাফি সাহেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মনির, জেলা তাঁতীদলের সভাপতি শাহালম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা মৎস্যজিবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদর উপজেলা যুবদলের আহবায়ক কবিরুজ্জামান কবির, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক তানভীর হাসান খান রুবেল, জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি ফরমান, কায়ছার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ কবির সুমন, যুগ্ম আহবায়ক শাহীন, সুমন, ইমন, নাইম, জেলা জিয়া মঞ্চ এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক আলমগীর, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজান, সদস্য সচিব সাগরসহ নেতৃবৃন্দ।





