স্টাফ রিপোর্টার ॥
যমুনা সেতু পূর্ব রেল স্টেশন এলাকা ও টাঙ্গাইল শহরের কলেজপাড়া থেকে ৩৫০ বোতল ফেনসিডিল ও ১৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব ও ডিবি পুলিশ। সোমবার (৪ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) যমুনা সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় এবং টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সেতুপূর্ব রেল স্টেশন এলাকায় সোমবার (৪ নভেম্বর) ভোর ৪টার দিকে অভিযান চালায়। অভিযানে কাভার্ডভ্যানে তল্লাসী চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩৫০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক বিক্রেতা দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ফরহাদ মোল্লার ছেলে চঞ্চল মোল্লা (২৭) ও একই উপজেলার অশ্বীনি কান্ত রায়ের ছেলে খিতিশ চন্দ্র রায় (৩৭)। দৌঁড়ে পালিয়ে যাওয়া মাদক বিক্রেতারা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রহিম (৪২) ও রংপুর জেলার শামীম (৪৫)।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৪ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সেতুপূর্ব রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় কাভার্ডভ্যানে মাদকদ্রব্য পরিবহণকালে ৩৫০ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত দু’জনকে গ্রেপ্তার করা হয়। অন্য দু’জন দৌঁড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হেরোইনসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। র্যাব-১৪ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত হোরোইন বিক্রেতারা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুল্লা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (৩৬) ও একই এলাকার লিটন মিয়ার স্ত্রী রিতা বেগম বানু (৩৮)।
র্যাব-১৪ এর সিপিসি-৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল র্যাব শহরের দক্ষিণ কলেজপাড়ার জনৈক রফিক ওসির বাড়িতে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হোরোইনসহ উল্লেখিত দুই নারী বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। আরও জানা যায়, অভিযানকালে তাদের কাছে থাকা নগদ দুই লাখ ১৫ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ও চারটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।