ঝান্ডার স্মরণে টাঙ্গাইল নিরাপদ সড়ক চাইয়ের স্মরণসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মরহুম আব্দুল্লাহেল আল ঝান্ডা চাকলাদার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফিরোজ আহমেদ বাচ্চু।
এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় অংশগ্রহণ বক্তব্য রাখেন এডঃ এস আকবর খান, ভাসানী ফাউন্ডেশন চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব মাহমুদ কামাল, সাংস্কৃতিক শিল্পী এলেন মল্লিক, নিসচা জেলা শাখার সহ সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবিশ, নাজমুস সালেহীন, সাধারণ সম্পাদক এ কেএম মহিবুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহীন চাকলাদার, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুজ্জামান, এডঃ শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, এরফানুজ্জামান রুনু, যাদুশিল্পী শওজত জং, সাদি সালমান প্রমুখ। দপ্তর সম্পাদক চাঁদ সুলতানার সঞ্চালনায় আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

৪৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *