স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলার গোপালপুর ও ভূঞাপুর উপজেলাধীন যমুনা নদীর বাম তীরবর্তী কবুলিবাড়ী ব্রিজ হতে শাখারিয়া পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্প এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন।
পরে প্রধানমন্ত্রীর পক্ষে সংসদ সদস্য ছোট মনির উদ্বোধনী ফলক উন্মচন করেন। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গোপালপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
১৩০ Views