মির্জাপুরে দানবীর রণদা প্রসাদের ১২৮তম জন্মজয়ন্তী পালিত

টাঙ্গাইল বিনোদন মির্জাপুর লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার ১২৮তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও রণদার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে এই অনুষ্ঠান হয়েছে। মির্জাপুর গ্রামের রনদা নাটমন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তৃতা করেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক মহাবীর পতি চন্দন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম, বোস বিপ্লব কুমার, রাহি সাহা প্রমুখ।

আলোচনা সভা শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের ডিসপ্লে, মোমবাতি প্রজ্বলন এবং কেককাটা অনুষ্ঠানে অতিথিবৃন্দ যোগ দেন।
জানা যায়, বিগত ১৮৯৬ সালের উত্থান একাদশীতে মানবতা রোধের উজ্জ্বল এ নক্ষত্র ঢাকার অদূরে সাভারের কাছুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দানবীর রণদা প্রসাদ সাহা। সংক্ষেপে যাকে সবাই এক নামে জানে আরপি সাহা। একজন সংগ্রামী, আত্মপ্রত্যয়ী মানবসেবক। দরিদ্র থেকে দানবীর খেতাবে এখন যিনি এশিয়াখ্যাত। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদী বিধৌত মির্জাপুর গ্রামে। মাতার নাম কুমুদিনী সাহা, পিতার নাম দেবেন্দ্র নাথ সাহা।

 

 

৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *