স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগরকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গত বুধবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের কাজী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে র্যাব-১৪ সিপিসি-৩ জানায়, গত (৪ আগস্ট) সকালে টাঙ্গাইল পৌর শহরে সিটি মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহণকারী বাবর মিয়া, আলী হোসেন, বাবু, মানিক মিয়া গুরুতর আহত হয়। এ ঘটনায় ইসলাম লতিফ মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর অন্যতম আসামী। গ্রেফতারের পর তাকে টাঙ্গাইল সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।