মির্জাপুরে চাঁদা না দেয়ায় অ্যাম্বুলেন্স চালককে মারপিট করে আহত

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদা না দেয়ায় আব্দুস সালাম (২৩) নামে এক অ্যাম্বুলেন্স চালককে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আব্দুস সালাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সরিষাদাইড় গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে। আহত সালামকে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সালাম মিয়া মির্জাপুর থানায় রাসেল মিয়া ও আনোয়ার হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, গত (২৭ নভেম্বর) সকালে ভাওড়া ইউনিয়নের জালসুখা গ্রামের সুধু ব্যাপারীর ছেলে রাসেল মিয়া ও দেওহাটা গ্রামের মুনসুর হোসেনের ছেলে আনোয়ার হোসেনসহ অজ্ঞাত ৫/৬জন প্রাইভেটকার চালক আব্দুস সালামকে কুমুদিনী হাসপাতাল গেইট থেকে ডেকে সমবায় সুপার মার্কেট সংলগ্ন লতিফ মোল্লার চা দোকানের সামনে নিয়ে যান। সেখানে তারা সালামের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা সালামকে মারপিট করে গুরুতর জখম করে। পরে সালামের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। এ বিষয়ে আব্দুস সালাম মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

৪৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *