মির্জাপুরে ইফসুফজাই সানির মোটরসাইকেল শোভাযাত্রা

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার প্রচারণায় মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান ইফসুফজাই সানি মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। রাফিউর রহমান ইফসুফজাই সানি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা বারোটার দিকে উপজেলার পাকুল্যা এলাকা থেকে রাফিউর রহমান ইফসুফজাই সানির নেতৃত্বে সহ¯্রাধিক মোটরসাইকেল নিয়ে নৌকার পক্ষে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়ক হয়ে মির্জাপুরের প্রবেশমুখ গোড়াই ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যান। পরে শোভাযাত্রাটি নিয়ে তিনি মির্জাপুর উপজেলা সদর হয়ে ভাতগ্রাম, ওয়ার্শী, আনাইতারা ও বানাইল ইউনিয়ন ঘুরে পাকুল্যা গিয়ে শেষ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শাহিন আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

২৯৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *