স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক এবং একটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১ ডিসেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
পত্র সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হুমায়ূন কবীর দীর্ঘদিন ধরে নিজ নিজ পরিষদে অনুপস্থিত রয়েছেন। পরিষদের কার্যক্রম সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রস্তাবের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১, ১০২ অনুযায়ী ফতেপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, আনাইতারা ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনকে নিয়োগ করা হয়েছে।
এছাড়া মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামানকে। তিনি পরিষদের দুই নম্বর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনার পর থেকেই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন শুরু করেছেন।