জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সহ-সভাপতির হলেন মির্জাপুরের হযরত আলী

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সাবেক চেয়ারম্যান হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি স্বাক্ষরিত পত্রে তাকে সহ-সভাপতি করা হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধায় হযরত আলী মিঞা সাংবাদিকের এই তথ্য নিশ্চিত করেন।

তাকে দেয়া পত্রে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজাদ সাহেব ব্যক্তিগত সমস্যার কারণে দলীয় কার্যক্রমে যথাযথ ভাবে অংশ গ্রহণ করতে পারছেন না বিধায় তাহাকে তার পদ থেকে অব্যহতি দিয়ে সংগঠনের গঠন তন্ত্রের ১১ এর ঘ এবং ১৪ এর খ ধারা অনুযায়ী আপনি হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে কো-অপ্ট করা হলো।

এদিকে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, দেশ নায়ক তারেক রহমান দেশ ও গণতন্ত্র রক্ষার যে এক দফা আন্দোলনের যে ডাক দিয়েছেন তিনি তার সর্বোশক্তি নিয়ে রাজপথে থেকে সেই আন্দোলন সফল করতে ভূমিকা পালন করে যাবেন। এ জন্য তিনি দলের সকলস্তরের নেতাকর্মীসহ গণতন্ত্রমনা সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।

২১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *