স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে মিলন (২৮) নামের এক পিকআপ ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের সহকারীরা জানান, মহাসড়কে পড়ে থাকা ত্রিপল আনতে গিয়ে ডাকাতদের হামলায় মিলন মারা গেছেন। নিহত মিলন ঢাকার সাভারের কলমা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি টাঙ্গাইলের মধুপুর থেকে মুরগিবোঝাই পিকআপ নিয়ে সাভার যাচ্ছিলেন।
পুলিশ জানায়, শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে পিকআপ ভ্যানে মুরগিবোঝাই করে দুই সহকারীকে নিয়ে চালক মিলন সাভারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে বাওয়ার কুমারজানী এলাকায় পৌঁছালে মহাসড়কে একটি নতুন ত্রিপল পড়ে থাকতে দেখেন তিনি। পিকআপ ভ্যান থামিয়ে ত্রিপল আনতে মহাসড়কে নামলে সেখানে ডাকাত দলের সদস্যরা মিলনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নিতে চায়। এ সময় তিনি দৌড়ে পালাতে গেলে ডাকাত দলের সদস্যরা তাঁকে কুপিয়ে মহাসড়কে ফেলে পালিয়ে যায়। মিলনকে উদ্ধার করে তাঁর সহকারী রাহাত গাজীপুরের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাহাত মিয়া বলেন, রাস্তায় ত্রিপল দেখে মিলন গাড়ি থামিয়ে তা আনতে যান। এ সময় আমি ঘুম ঘুম চোখে তাঁকে নিষেধ করে পিকআপ ভ্যানে বসে থাকি। কিছুক্ষণ পর একটি মাইক্রোবাস আমাদের পিকআপ ভ্যানের কাছে এসে একটি লাশ সরাতে বলে। তখন আমরা পিকআপ ভ্যান থেকে নেমে দেখি মিলন মহাসড়কে পড়ে আছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।