টাঙ্গাইলে ৮০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ৮০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন, ডিআইও-১ হারেচ আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা। এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের অন্যন্য অবদান রয়েছে। ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সদস্যরা সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেন। মুক্তিযুদ্ধে পুলিশের এমন অবদান জাতি সব সময়ই মনে রাখবে।

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *