মির্জাপুরে ২১ ডিসেম্বর কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি পদে ভোটগ্রহণ কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্য পদগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী শনিবার (২১ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত দিন।
জানা গেছে, ঘোষিত তফসিলে নির্বাচন পরিচালনা কমিশন সভাপতি পদে দুইজন, সহসভাপতি পদে দুইজন ও পরিচারক পদসহ ১৪ জনকে বৈধ ঘোষণা করেন। বৈধদের মধ্যে পরিচালক পদে দুইজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন এবং ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। কিন্তু সভাপতি পদপ্রার্থী সোহরাব হোসেন ও সহসভাপতি পদপ্রার্থী শরিফুল ইসলাম তাদের প্রতিদ্বন্দি প্রার্থী যথাক্রমে দেওয়ান শওকত আকবর ও মেহেদী হাসান সিদ্দিকীর প্রার্থীতা চ্যালেঞ্জ করে আপিল কর্মকর্তা ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধকের নিকট আপীল করেন। গত (৫ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক উপজেলা নির্বাচন কমিটির সিদ্ধান্ত বহাল রেখে তাদের আপিল খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে গত (১৭ ডিসেম্বর) সোহরাব হোসেন ও শরিফুল ইসলাম হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত সভাপতি পদে দেওয়ান শওকত আকবর ও সহসভাপতি পদে মেহেদী হাসান সিদ্দিকীর প্রার্থীতা ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করে রায় প্রদান করেন।
হাইকোর্টের ওই আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে মির্জাপুর নির্বাচন পরিচালনা কমিটি জরুরী সভা আহবান করেন। সভায় আদালতের আদেশের বিষয়ে ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক ও আপীল কর্মকর্তার নিকট পরবর্তী করণীয় জানতে চেয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়। পত্রের জবাব পাওয়ার আগ পর্যন্ত সভাপতি ও সহসভাপতি পদে ভোটগ্রহণ কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সমাজসেবা অফিসার ও মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোবারক হোসেন বলেন, যেহেতু সভাপতি ও সহসভাপতি এই দুই পদের প্রার্থীর বিষয়ে হাইকোটের স্থগিতাদেশ পাওয়া গেছে। সে কারণে ওই দুই পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঘোষিত তফসীলে অর্থ্যাৎ আগামী (২১ ডিসেম্বর) অন্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

 

২১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *