মাভাবিপ্রবিতে জেএসপিএসের সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জেএসপিএস (জাপান সোসাইটি ফর দ্যা প্রোমোশন অব সায়েন্স) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও জেএসপিএস এর আয়োজনে শিক্ষকদের ‘গাইডেন্স সেমিনার অন জেএসপিএস এন্ড ইটস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জেইউএএবি এর সাবেক সভাপতি প্রফেসর ড. এম এ এম এহিয়া খন্দকার ও জেএসপিএস ব্যাংকক অফিসের পরিচালক প্রফেসর ড. ইয়োশিও ওটেনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. তুহিন শুভ্র রায় ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক, বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইসি সদস্য, সাবেক যুগ্ম-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আশরাফ হোসাইন তালুকদার ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. তন্ময় রায় তুষার।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *